নিউজ ডেক্স : নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়।
সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় অবস্থান ধর্মঘট কর্মসূচিতে বক্তব্য দেন সিউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিইউজের সাবেক সভাপতি এজাজ ইউসুফি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, বিএফইউজের সাবেক সহ-সভাপতি আবু তাহের মোহাম্মদ, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ প্রমুখ।
বক্তারা বলেন প্রধানমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও তথ্যমন্ত্রী নবম ওয়েজবোর্ড গঠনে কালক্ষেপণ করছে। এদিকে সাংবাদিক সমাজও দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে আন্দোলন করছে। অবিলম্বে নবম ওয়েজবোর্ড গঠন ও বাস্তবায়ন না করলে সাংবাদিকরা কঠোরতর কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
বক্তারা তথ্যমন্ত্রীকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ওয়েজবোর্ড ঘোষণার জন্য সময় বেঁধে দিয়ে বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে তথ্যমন্ত্রীর পদত্যাগের জন্য আন্দোলন শুরু হবে।