- Lohagaranews24 - http://lohagaranews24.com -

চট্টগ্রামে সরকারি স্কুল ভর্তিতে পাঁচ দিনে ২১০৬৩ আবেদন

JSC-SYL20171025181617

নিউজ ডেক্স : মহানগরীর ৮ সরকারি স্কুলের পঞ্চম থেকে নবম শ্রেণির ভর্তিতে অনলাইনে ২১ হাজার ৬৩টি আবেদন জমা পড়েছে। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভর্তিচ্ছুরা এ আবেদন করেন।

৩০ নভেম্বর দিনগত রাত ১২টা থেকে অনলাইনে এ আবেদন শুরু হয়, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

জেলা প্রশাসনের নির্দেশনায় ভর্তিচ্ছুরা টেলিটকের মাধ্যমে ১৭০ টাকা ফি দিয়ে তিন ক্লাস্টারে নির্ধারিত ওয়েবসাইট http://gsa.teletalk.com.bd [3] থেকে এ আবেদন ফরম পূরণ করছে।

এবার ২০১৮ সালের শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুরা মহানগরীর নয় সরকারি স্কুলের পঞ্চম-নবম শ্রেণিতে ৪ হাজার ৫০টি শূন্য আসনে আবেদন করতে পারবে। তিন ক্লাস্টারে আগামী ১৯, ২৩ ও ২৭ ডিসেম্বর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘২০১৮ সালের শিক্ষাবর্ষ ভর্তিতে মহানগরীর নয় সরকারি স্কুলের ৫ম থেকে ৯ম শ্রেণির ৪ হাজার ৫০ আসনে  অনলাইনে আবেদন চলছে। এরমধ্যে মঙ্গলবার সকাল সাড়ে এগারটা পর্যন্ত ৮টি স্কুলে ২১ হাজার ৬৩টি আবেদন জমা পড়েছে। ১৪ ডিসেম্বর পর্যন্ত ভর্তিচ্ছুরা অনলাইনে আবেদন করতে পারবে।’

মহানগরীর নয় সরকারি স্কুলের ৫ম থেকে ৯ম শ্রেণির ৪ হাজার ৫০ আসনের মধ্যে পঞ্চম শ্রেণিতে ২০৪০টি, ষষ্ঠ শ্রেণিতে ৭৪৫টি, সপ্তম শ্রেণিতে ১৪০টি, অষ্টম শ্রেণিতে ২৪৫টি,নবম শ্রেণিতে ৮০০টি শূন্য আসনে ভর্তির সুযোগ রয়েছে। নয় স্কুলকে ৩ ক্লাস্টারে ভাগ করা হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত অনলাইনে কলেজিয়েট স্কুলের ৫ম শ্রেণির ৩২০ ও নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ১৬০ আসনে ২ হাজার ৮৪৬টি, খাস্তগীর স্কুলে শুধুমাত্র ৫ম শ্রেণির ৩২০ আসনে ২ হাজার ৫৩৯টি, মুসলিম হাইস্কুলের ৫ম শ্রেণির ১৬০, ষষ্ঠ শ্রেণির ১৬০, ৮ম শ্রেণির ২৫ ও নবম শ্রেণির বিজ্ঞানে বিভাগের ২০০ আসনে ৩ হাজার ২৫টি আবেদন জমা পড়েছে।

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৩২০, ষষ্ঠ শ্রেণির ৮০, সপ্তম শ্রেণির ৮০, ৮ম শ্রেণির ৮০ ও নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ৪০ আসনে ৩ হাজার ১৫৩টি, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৬০, ষষ্ঠ শ্রেণির ১৮৫, ৮ম শ্রেণির ৮৫ ও নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ১৬০ আসনে কতটি আবেদন জমা পড়েছে তা জানা যায়নি।

চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৬০, ষষ্ঠ শ্রেণির ১৬০, নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ৬০ আসনে ২ হাজার ৭৫৪টি, হাজী মহসীন স্কুলের ৫ম শ্রেণির ১৬০, ষষ্ঠ শ্রেণির ২০, নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ৪০ আসনে ১ হাজার ৭২৮টি আবেদন জমা পড়েছে।

বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ২০০ (বালক ১০০, বালিকা ১০০), ষষ্ঠ শ্রেণির ১৪০ (বালক ১১০, বালিকা ৩০), ৭ম শ্রেণির ৬০ (বালক ৩০, বালিকা ৩০), ৮ম শ্রেণির ৫৫ (বালক ৩০, বালিকা ২৫), নবম শ্রেণির বিজ্ঞানে ৬০ (বালক ২০, বালিকা ৪০) ও ব্যবসায় শিক্ষা ৮০ (বালক ৪০, বালিকা ৪০) আসনে ৩ হাজার ৭৭টি, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ২৪০, নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ৮০ আসনে ১ হাজার ৯৪১টি আবেদন জমা পড়েছে।

১৯ ডিসেম্বর ক গ্রুপের ৫ম শ্রেণির পরীক্ষা সকালে ও বিকেলে ৬ষ্ঠ শ্রেণির পরীক্ষা। ২৩ ডিসেম্বর খ গ্রুপের ৫ম ও ৮ম শ্রেণির পরীক্ষা সকালে ও বিকেলে ৬ষ্ঠ শ্রেণির পরীক্ষা এবং ২৭ ডিসেম্বর গ গ্রুপের ৫ম, ৭ম ও ৮ম শ্রেণির পরীক্ষা সকালে এবং বিকেলে ৬ষ্ঠ শ্রেণির পরীক্ষা। সকাল ১০টা-১২টা এবং বিকেল ২টা-৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। -বাংলানিউজ