
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের মুরাদপুর রেলগেট এলাকায় র্যাব-৭ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অসীম রায় বাবু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র্যাবের চার সদস্য।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) দিবাগত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। র্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আহত র্যাব সদস্যরা হলেন- র্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম, মেজর মেহেদী হাসান, লেন্স কর্পোরাল আরিফ ও লেন্স কর্পোরাল শহীদ। তাদের চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরের মুরাদপুর এক নম্বর রেলগেট এলাকায় মাদক ব্যবসায়ীদের আস্তানায় হানা দেয় র্যাব-৭ এর একটি দল।
অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ওপর হামলা করে। এতে র্যাবের চার সদস্য আহত হন। র্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়।
Lohagaranews24 Your Trusted News Partner