নিউজ ডেক্স : চট্টগ্রামে র্যাবের কর্মকর্তা পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। আটক যুবকের নাম মো. সালাউদ্দিন (৩২)। আটক যুবক সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। বৃহস্পতিবার রাতে নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রিয়াজউদ্দিন বাজার এলাকায় র্যাবের কর্মকর্তা পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে মো. সালাউদ্দিন নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। মাহবুবুল ইসলাম মানিক নামে এক লোক রিয়াজউদ্দিন বাজার এলাকায় কেনাকাটা করতে গেলে মো. সালাউদ্দিন নিজেকে র্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে তাকে ভয় দেখায় এবং তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেরে মাহবুবুল ইসলাম মানিক লোকজন ডেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
