নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের সামনে শনিবার রাতে প্রায় ১৩ লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ মো: জোবায়েদ আহমেদ (৪২) নামক এক ব্যাক্তিকে আটক করে পুলিশ।
এসময় পুলিশ জোবায়েদের দেহ তল্লাশি করে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও সৌদি আরব সহ ওমানের বেশকিছু বৈদেশিক মুদ্রা জব্দ করে।আটক মো: জোবায়েদ আহমেদ (৪২) চট্টগ্রাম জেলার, রাউজান থানার, পশ্চিম গুজরা গ্রামের মো: আমির হোসেনের পুত্র।
আটকের বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার এসআই নাসিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোবায়েদের দেহ তল্লাশি করলে তার কাছ থেকে বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৩ লাখ টাকা। থানায় এব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।