নিউজ ডেক্স : চট্টগ্রামে বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এরা হলেন- কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দীন কাদের চৌধুরী, তার ছেলে সামির কাদের চৌধুরী এবং যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে গিয়াস কাদের চৌধুরী ও আসলাম চৌধুরী ঋণ খেলাপি এবং সামির কাদের চৌধুরী দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
আসলাম চৌধুরী চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড), গিয়াস কাদের চৌধুরী চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও সামির কাদের চৌধুরী চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন।