নিউজ ডেক্স: চট্টগ্রাম নগরের জেমএনসেন হলে পূজামণ্ডপে ইসলামী সংগীত গাওয়ার ঘটনায় আটক করা হয়েছে দুই মাদ্রাসা শিক্ষককে। তাদের সঙ্গে দলীও কোন সংশ্লিষ্টতা আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়। তবে পূজা উদযাপন পরিষদের একজন যুগ্ম সম্পাদক সজল দত্তের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন।
আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন।
আটক দুজন হলেন, শহীদুল করিম (৪২) ও মো. নুরুল ইসলাম (৩৪)। এরমধ্যে শহীদুল করিম তানজিমুম উম্মা মাদ্রাসা ও মোঃ নুরুল ইসলাম দারুল ইরফান মাদ্রাসার শিক্ষক।
সংবাদ সম্মেলনে উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় যদি তাদের কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে এর ভিত্তিতেই তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএমপির এ কর্মকর্তা বলেন, যারা তাদেরকে এ অনুষ্ঠানে ইনভাইট করেছিল, তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করেছি। বিশেষ করে যার নাম উঠে এসেছে, তাঁকেও জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে। কিন্তু এখন পর্যন্ত তাকে আমরা পাইনি।
এর আগ বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নগরীর জেএমসেন হলে পূজামণ্ডপে এটি পরিবেশন করেন চট্টগ্রাম কালচারাল একাডেমির কয়েকজন শিল্পী। তারা দুটি গান পরিবেশন করেন। এর মধ্যে ছিল ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ এবং ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান’ শিরোনামে গান। এর মধ্যে দ্বিতীয় গানটির একাংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।