নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের সিটি গেইট এলাকা থেকে এক নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার ২৭ সেপ্টেম্বর ভোরে তাদের আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।
তিনি বলেন, সিটি গেইট এলাকায় ফেনী থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে কারটি না থামিয়ে র্যাব সদস্যদের ওপর গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাবও পাল্টা গুলি করে। পরে ধাওয়া দিয়ে প্রাইভেটকারটি আটক করা হয়। কারে তল্লাশি চালিয়ে ৪৯৬ বোতল ফেনসিডিল, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিনটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

র্যাবের সঙ্গে গুলি বিনিময়কালে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গুলিবিদ্ধ দুইজন হলেন- কোতোয়ালী এলাকার আবুল কাসেমের ছেলে মো. হানিফ (২৪) ও ফেনীর ফতেপুর এলাকার খালেদ সোবহানের ছেলে মো. ইসহাক (২৮)। অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি।