নিউজ ডেক্স : চট্টগ্রামে কাউন্টার টেররিজম ইউনিট নব্য জেএমবির দুজন সদস্যকে আটক করেছে। সোমবার রাতে তাদের আটক করা হয় চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার বালুর মাঠসংলগ্ন পোর্ট সিটির হাউজিং সোসাইটির একটি মেস থেকে।
আটক দুজন হলেন মো. রাকিবুল হাসান ওরফে জনি ওরফে সালাহ উদ্দিন আয়ুবী ওরফে আবু তাইসির আল বাঙালি ওরফে হাসান এবং মো. আশফাকুর রহমান ওরফে আবু মাহির আল বাঙালি ওরফে রাসেল ওরফে সেলেবি তিতুশ।

তাদের আটকের সময় ওই মেস থেকে ১০টি তাজা গ্রেনেড, একটি টার্গেট ১ লেখা স্কেচ ম্যাপ, দুটি মোটা বেল্ট, দুটি মোবাইল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিএমপি কার্যালয়ে চট্টগ্রাম পুলিশের ডিসিডিবি (উত্তর) হাসান মো. শওকত আলী জানান, পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য নব্য জেএমবির সদস্যরা সদরঘাট থানায় হামলার পরিকল্পনা করছিল।
তিনি আরো জানান, চট্টগ্রামের বিভিন্ন সরকারি ভবনে পর্যায়ক্রমে হামলার জন্য তারা সংগঠিত হচ্ছিল। তবে গোয়েন্দা নজরদারির মাধ্যমে এসব পরিকল্পনা ভেস্তে দিয়ে তাদেরকে আটক করা হয়।