নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী ইয়াসির (২২) নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
শনিবার বিকেল ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইয়াসির সরকারি সিটি কলেজের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসেন জানান, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ইয়াসিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।