Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে তিন সাংবাদিকের প্লট বরাদ্দ বাতিল

চট্টগ্রামে তিন সাংবাদিকের প্লট বরাদ্দ বাতিল

sm20171128182500

নিউজ ডেক্স : নগরীর শেরশাহ এলাকায় তিন সাংবাদিকের পাওয়া তিনটি প্লটের বরাদ্দ সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারিটভ হাউজিং সোসাইটি।  তিন সাংবাদিক হলেন সুখময় চক্রবর্তী, শতদল বড়ুয়া ও বাবুল চৌধুরী।

ইজারা চুক্তি লঙ্ঘনের অভিযোগে তিন সাংবাদিকদের বিরুদ্ধে প্লট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  একইসঙ্গে তিন সাংবাদিকের সোসাইটির সদস্যপদও স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারিটভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানতে চাইলে কমিটির সম্পাদক হাসান ফেরদৌস বলেন, তিন সাংবাদিকের প্লটের বরাদ্দ বাতিলের পাশাপাশি সদস্যপদও স্থগিত করা হয়েছে।  শেরশাহ সাংবাদিক হাউজিং প্রকল্পের সম্পত্তি আত্মসাতের চেষ্টা, সমিতির কার্যক্রমে বাধা সৃষ্টি, অবৈধভাবে সমিতিকে বিভক্ত করার চেষ্টা এবং সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কমিটি সর্বসম্মতভাবে তাদের সদস্যপদ স্থগিত করেছে।

তিন সাংবাদিকের প্লট কেলেঙ্কারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও সভায় নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্বপন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির সহ-সভাপতি সমীর কান্তি বড়ুয়া, সম্পাদক হাসান ফেরদৌস, কোষাধ্যক্ষ নুর উদ্দিন আহমেদ, এবং সদস্য মঞ্জুর আলম মঞ্জু ও মহসীন কাজী উপস্থিত ছিলেন।

হাসান ফেরদৌস জানিয়েছেন, সভায় ৩০ নভেম্বরে মধ্যে তৃতীয় আবাসন প্রকল্পের জন্য সদস্যদের নিবন্ধন প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এছাড়া কল্পলোক মিডিয়ার টাওয়ার নির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।  ১১ ডিসেম্বর সমিতির কর্যক্রম নিয়ে সদস্যদের সাথে মতবিনিময়ের সিদ্ধান্ত হয়েছে। -বাংলানিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!