নিউজ ডেক্স : চট্টগ্রামে একটি পোশাক কারখানার ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জ্বলন্ত সিগারেট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর আতুরার ডিপো এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় সাড়ে ৫ ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী সাংবাদিকদের জানান, অগ্নিকাণ্ডের খবরে বায়েজিদ ও চন্দনপুরার ৫টি গাড়ি ঘটনাস্থলে যায়। এবং আগুন নিয়ন্ত্রণে আনে।