নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে রবিউল আলম (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন (প্রতিবন্ধী) যুবকের মৃত্যু হয়েছে।রোববার (১২ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, চান্দগাঁও আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৬টি কাঁচাঘর পুড়ে গেছে। এ সময় বস্তির একটি ঘরে রবিউল নামে প্রতিবন্ধী এক যুবক শেকল দিয়ে বাঁধা অবস্থায় ছিল। আগুনে পুড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।’

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ, কালুরঘাট ও আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে সাতটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির নির্ণয়ের বিষয়ে কাজ চলছে।