Home | দেশ-বিদেশের সংবাদ | চট্টগ্রামে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

চট্টগ্রামে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিউজ ডেক্স : চট্টগ্রামে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন পেশাজীবী সংগ্রাম পরিষদ। বুধবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা ভাইরাস প্রতিরোধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী চট্টগ্রামের মানুষকে করোনার আক্রমণ থেকে বাঁচার জন্য চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে কিছু যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করলেও অদৃশ্য কোনো অশুভ শক্তির কারণে এখনও পর্যন্ত সে সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। বিভিন্ন বেসরকারি মেডিক্যাল হাসপাতালগুলো সরকারি সিদ্ধান্ত না মেনে করোনা চিকিৎসায় এখনও পর্যন্ত কার্যকর কোনো ভূমিকা রাখছে না। এতে আমরা চট্টগ্রামবাসী প্রতিদিন গভীর সংকটে নিমজ্জিত হচ্ছি।

তারা বলেন, অনেক কোভিড অসুস্থ ব্যক্তি এই মুহূর্তে চিকিৎসকের অভাবে চিকিৎসাসেবা পাচ্ছে না। তাই সব চিকিৎসকের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন কোভিড এবং নন কোভিড রোগীদের এই দুঃসময়ে চিকিৎসা সেবা প্রদান করেন।

আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কিছু অসাধু ব্যবসায়ী স্বাস্থ্য উপকরণ ওষুধ, অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলনসহ প্রয়োজনীয় ওষুধ অস্বাভাবিক মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করছে যা অমানবিক। তাই আমরা সব ব্যবসায়ীর প্রতি আহ্বান জানাচ্ছি মানবতাবিরোধী কর্মকাণ্ড পরিহার করে মানবিক আচরণ করার।

বিবৃতি দিয়েছেন সাবেক বার কাউন্সিল সদস্য ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার আহমদ, সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মো. ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আলী ও সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, প্রফেসর এইচএম আলমগীর, প্রফেসর ড. জাকির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!