চট্টগ্রামে কন্টেইনারের ধাক্কায় বোরহান (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সীতাকুণ্ড বড় কুমিরা এলাকায় নাহার স্টিল ইন্ডাস্ট্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান কক্সবাজার জেলার কুতুবদিয়ার নুর হোসেনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ জানান, নাহার স্টিলে কাজ করার সময় বোরহানকে একটি কন্টেইনার ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে ৭টায় হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।