নিউজ ডেক্স : পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে সায়মা আকতার (২১) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (০৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর খুলশী থানার গরীবউল্লাহ হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।
সায়মা একই এলাকার মো. মহিউদ্দিনের মেয়ে এবং চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, নিজ বাসায় ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
