
নিউজ ডেক্স : ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। ভোর থেকে টিকেট সংগ্রহের জন্য দীর্ঘ লাইন দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইনের সারি কমে আসে। আজ বৃহস্পতিবার দেওয়া হচ্ছে ১৮ আগস্টের টিকেট। টিকেট কালোবাজারি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে। ১৮ আগস্ট থেকে চার দিন চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলায় স্পেশাল (বিশেষ) ট্রেন সার্ভিস চালু হবে। পাশাপাশি ১৫টি নতুন কোচও সংযোজন করা হবে।
চট্টগ্রাম রেলওয়ের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, টিকেট যাতে কালোবাজারিদের হাতে পৌঁছাতে না পারে, সে লক্ষ্যে প্রতিটি যাত্রীর জন্য আমরা একটা স্লিপের ব্যবস্থা করেছি। যার মধ্যে যাত্রীর নাম, মোবাইল নম্বর এবং তার পরিবার পরিজনের বিবরণ উল্লেখ রয়েছে। আমরা যাচাই-বাছাই করে টিকেট দিচ্ছি। প্রতিটি কাউন্টারের ভেতরে একজন করে কর্মকর্তা রয়েছেন। যাচাই-বাছাই করে টিকেট দিচ্ছে, যাতে কোনো অবস্থাতেই কোনো কালোবাজারির হাতে টিকেট না যায়।

চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, নিয়মিত ট্রেনে প্রায় সাড়ে ছয় হাজার যাত্রীর জন্য কাউন্টারে টিকেট বিক্রি করা হচ্ছে। অতিরিক্ত কোচের মাধ্যমে ১৮ হাজার ৬৯৩টি টিকেট বিক্রি করা হবে। এদিকে অনলাইনে সংরক্ষণ করা হচ্ছে ২৫ শতাংশ টিকেট। ভিআইপি ও রেল কর্মকর্তাদের জন্য ৫ শতাংশ টিকেট রাখা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner