- Lohagaranews24 - http://lohagaranews24.com -

চট্টগ্রামে আরেক দফা জলাবদ্ধতা

ফাইল ছবি

ফাইল ছবি

নিউজ ডেক্স : মৌসুমী বায়ুর প্রভাবে টানা বর্ষণে আবার তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরের নিম্নাঞ্চল। শনিবার দিবাগত মধ্যরাত থেকে গতকাল রবিবার সকাল পর্যন্ত ৪৪ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।

নগরের মুরাদপুর, ষোলোশহর, বহদ্দারহাট, মোহাম্মদপুর, শুলকবহর, চকবাজার, বাকলিয়া, হালিশহর ও আগ্রাবাদ এলাকার মানুষ জলাবদ্ধতার কারণে দুর্ভোগের শিকার হয়েছে সবচেয়ে বেশি। সকালে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরে অবর্ণীয় দুর্ভোগের শিকার হতে হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে এলে জলাবদ্ধতাও কমে আসে।

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মেঘনা তংচঙ্গা জানান, মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হয়েছে। আরো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। -কালের কন্ঠ