নিউজ ডেস্ক : চট্টগ্রামে অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নগরীর আন্দরকিল্লা মোড় থেকে মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে তিনি সনাতন ধর্মালম্বী বলে নিশ্চিত হওয়া গেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাস্তায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক জানান আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।