নিউজ ডেক্স : চকরিয়ার তামাক খেত থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উত্তর লক্ষ্যারচর এলাকার বার আওলিয়া নগরের একটি তামাক খেত থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া থানার ডিউটি অফিসার এএসআই নুরুল আলম সিদ্দিকী জানান, নিহত মেয়েটির বয়স আনুমানিক ২০ বছর হবে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
