নিউজ ডেক্স: রাউজানে বিষধর সাপের দংশনে রণজিৎ পাল নামে এক বৃদ্ধের মৃত্য হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ইসরাত ফাতেমা জানান, সাপে কাটার প্রায় ঘণ্টা দুয়েক পর রোগীকে হাসপতালে আনা হয়েছে। প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেয়া হয় রোগীকে।
হাসপাতালে আনতে দেরী হয়ে যাওয়ায় রোগীকে বাঁচানো যায়নি। রণজিৎ পাল পাহাড়তলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পালপাড়া গ্রামের মৃত নিকুঞ্জ পালের ছেলে।
পাহাড়তলী ইউনিয়নের সদস্য সুজন মল্লিক বলেন, সকালে বিলে ঘাস কাটতে বের হয়েছিলেন তিনি। যাওয়ার কিছুক্ষণ পর বাড়িতে ফিরে সাপ দংশন করেছে জানিয়ে শুয়ে থাকে। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। -বাংলানিউজ
