
নিউজ ডেক্স : স্কুল, কলেজ ও মাদরাসায় নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভা শেষে তিনি এ সিদ্ধান্তের এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ডিসেম্বরে শীতকালীন ছুটির সাথে তা সমন্বয় করে বাড়িয়ে দেওয়া হবে। এখন ক্লাস চলবে যাতে নভেম্বরের মধ্যে পরীক্ষা সব শেষ করতে পারি।

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার হিজরি নববর্ষের ছুটি থাকবে। আর রোববার থেকে নিয়মিত ক্লাস হবে। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner