ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

গুজবের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান

170929_pic

নিউজ ডেক্স : সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে সজাগ থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। আজ রবিবার এক সরকারি তথ্য বিবরণীকে এ আহবান জানানো হয়।

এতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্যে জাতিকে বিভ্রান্ত করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে গুজব সৃষ্টি করে যাচ্ছে। ভবিষ্যতেও মহলটি এ ধরনের আরো গুজব প্রচার করবে বলে আশঙ্কা রয়েছে। এ ধরনের গুজব কারো নজরে পড়লে সামাজিক মাধ্যমসহ সর্বস্তরে এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে।

গুজব বিষয়ে সন্দেহজনক কিছু মনে হলে ৯৯৯ নম্বরে তাৎক্ষণিক ফোন করে পুলিশের সাহায্য নেয়ার অনুরোধ করা হয়েছে।

এছাড়া এ সকল বিষয়ে তথ্য আদান-প্রদানের জন্য পিআইডি’র টেলিফোন নিম্নলিখিত টেলিফোন নম্বরে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।

টেলিফোন : ৯৫১২২৪৬ ও ৯৫১৪৯৮৮।

এছাড়াও ফ্যাক্স নম্বর: ৯৫৪০৯৪২ ও ৯৫৪০০২৬ ইমেইল : piddhaka@gmail.com; ওয়েবসাইট: www.pressinform.gov.bd; ফেসবুক আইডি: PID BD এবং ফেসবুক পেজ: Press Information Department, Bangladesh-এ যোগাযোগ করা জন্য অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!