এলনিউজ২৪ডটকম: জীবিকার তাগিদে কাতার গিয়ে হৃদরোগে মুহাম্মদ ইউসুফ (৫৭) নামে লোহাগাড়ার এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার কলাউজান ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের পশ্চিম কলাউজান নুরুদ্দীন বাপের বাড়ির মৃত নূর আহমদের পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক।

গত ১৩ নভেম্বর (বুধবার) তিনি কাতার যান। মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে সেখানে এক হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের সহপাঠী অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক জানান, জীবিকার তাগিদে ইউসুফ কাতারে যান। সেখানে তিনি পরিচতজনের বাসায় থেকে চাকুরির সন্ধান করছিলেন। সন্ধ্যায় তিনি বুকে হঠাৎ ব্যাথা অনুভব করলে বাসায় থাকা অন্যরা তাকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবরে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বহু বছর জীবিকার তাগিদে অন্যদেশে প্রবাস জীবন কাটিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম ভূট্টো জানান, মুহাম্মদ ইউসুফের মরদেহ দেশে আনা কিংবা সেখানে দাফনের ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা করা হবে।