Home | দেশ-বিদেশের সংবাদ | খালেদার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ

খালেদার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ

bnp-2-20200207171825

নিউজ ডেক্স : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে দলের নেতাকর্মীরা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তারা লিফলেট বিতরণ করেন।

দলের সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর রাজনৈতিক প্রতিহিংসার শিকার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাবন্দির দুই বছর পূর্ণ হবে আগামীকাল ৮ ফেব্রুয়ারি। সম্পূর্ণ নির্দোষ খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ সারাদেশে লিফলেট বিতরণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বেলা ৩টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর বিজয়নগর এলাকায় এবং সকাল ১১টায় বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন শাহবাগ মোড়, আজিজ সুপার মার্কেট, পিজি হাসপাতালসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণে রিজভীর সঙ্গে ছিলেন- সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদ রাজাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!