নিউজ ডেক্স: বোয়ালখালীতে গরুর খামারের চার কর্মচারীর হাত-পা ও চোখ বেঁধে পিটিয়ে নগদ টাকাসহ গরু লুট করে নিয়ে গেছে সশস্ত্র ডাকাত দল।
বুধবার (২ অক্টোবর) ভোররাত ৩টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজী আবুল বশরের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
এসময় ডাকাতদল কর্মচারীদের বেতনসহ রাইস মিলের আয়ের নগদ ৬৫ হাজার টাকা এবং খামারের প্রায় ৭ লাখ টাকা মূল্যের ১টি গাভী ও ১ ষাঁড় নিয়ে গেছে বলে অভিযোগ করেন মালিক আবু নাঈম। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য শিমুল শীল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এটি দুর্ধর্ষ ডাকাতি। ভোর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ডাকাতি হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে, ডাকাতদল সংখ্যায় বেশ কয়েকজন ছিলো।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, দুই-তিনজন লোক টাকা নিয়ে গেছে বলে শুনেছি। এ ব্যাপারে অভিযোগ নিয়ে কেউ থানায় আসেনি। যদি অভিযোগ পাই, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। -বাংলানিউজ