- Lohagaranews24 - http://lohagaranews24.com -

খাগড়াছড়িতে সড়ক অবরোধ চলছে

1456117276

নিউজ ডেক্স : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চলমান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন প্রকল্প গ্রহণে অনিয়মের অভিযোগে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে খাগড়াছড়িতে তিনদিনের টানা সড়ক অবরোধ চলছে।

খাগড়াছড়ি জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এ সড়ক অবরোধের ডাক দিয়েছে।

সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার সড়কে কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ভাড়ায়চালিত মোটরসাইকেলসহ হালকা যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের সমর্থনে জেলার কোথাও কোনো পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

এদিকে তিনদিনের টানা অবরোধকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমেদ খান।

এদিকে অবরোধকে উপেক্ষা করেই প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সাধারণ জনগণ ব্যক্তি স্বার্থে ডাকা অবরোধে সাড়া দেয়নি জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতেই এ অবরোধ ডাকা হয়েছে।