_____নাছির উদ্দীন_____
বিয়ের বয়স দিচ্ছে পাড়ি বর অাসেনা তাই
মানস করে মাজার পীরের তাবিজ নিতে যাই,
খালি কলস দেখলে নাকি যাত্রা ভাল নয়
ভরা কলস আমের পাতায় ছুঁই বেরুতে হয়,
চৌকাঠে তে বসতে মানা মুরব্বিদের বাণী
রোগব্যাধি দূর করিতে সাত পুকুরের পানি,,
হাতের লেখা বিশ্রী হয় খাইলে মুরগির পা
ছাতা মাথায় নতুন নাতী নানার বাড়ি যা,,
টিকটিকিদের অাওয়াজ শুনে সত্য বলে মানি
কাকের ড়াকে দুঃসংবাদ কার হলো প্রাণহানি,,
কবরস্তানে সাপ দেখিলে মারতে নিষেধ অাছে,
নজর কাটতে জুতা ঝাড়ু ঝুলাই ফলের গাছে,,
হাতের ঝাড়ু পড়লে নীচে কুটুম অাসে ঘরে,
পিছন ফিরে যায়না দেখা যাত্রা হওয়ার পরে,,
পীর বাবাজির কাছে গেলে সন্তানাদি হয়,
কুলার বাতাস লাগলে গায়ে লম্বা হওয়ার ভয়,
রাতের বেলায় যায়না ফেলা পাতিল ধোয়া পানি
বুড়াবুড়ির কথা বলে আমরা সবাই মানি,,
নারী জাতির সম্মুখস্থ দাঁত উঠিলে ফাঁক,
প্রথম স্বামী মারা যাবে সবাই হতবাক,,
চোখ থাকিতে অন্ধ হলাম
কুসংস্কারে ড়ুবে গেলাম,,