Home | ব্রেকিং নিউজ | কলাউজানে আদালতের নির্দেশনা অমান্য করে চলছে ‘পিএসবি’ ইটভাটার কার্যক্রম

কলাউজানে আদালতের নির্দেশনা অমান্য করে চলছে ‘পিএসবি’ ইটভাটার কার্যক্রম

এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজানে আদালতের নির্দেশনা অমান্য করে চলছে লাইসেন্সবিহীন মেসার্স পেঠান শাহ ব্রিকস (পিএসবি) ইটভাটার কার্যক্রম।

বুধবার (৮ ডিসেম্বর) মহামান্য হাইকোর্টের মামলার আদেশের পরিপ্রেক্ষিতে ইটভাটা কার্যক্রম বন্ধের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক, পরিবেশ অধিদফতর চট্টগ্রাম কার্যালয় ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন রিটকারী আইনজীবী আনোয়ার পারভেজ।

জানা যায়, পরিবেশ ধ্বংসকারী ইটভাটাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চলতি সনের ৯ মার্চ রাইটিং পিটিশন নং- ১৬৮০ মামলাটি দায়ের করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আনোয়ার পারভেজ। তারই প্রেক্ষিতে বিচারপতি এফ. আর. এম নাজমুল আহসান ও বিচারপতি কে. এম কামরুল কাদের সমন্বয় বেঞ্চ শুনানীতে ইটভাটাটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক হারুন-অর-রশিদ পাঠান গণমাধ্যমকে জানান, লোকালয়, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংরক্ষিত বনাঞ্চলের পাশে ইটভাটা করার কোনো সুযোগ নেই। লোহাগাড়ায় পরিবেশের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটা কার্যক্রম বন্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!