নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর কর্ণফুলি নদীর শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে বাসের ধাক্কায় দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক এবং বাকিরা একই পরিবারের সদস্য।
শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সোহেল (৩৫), তার স্ত্রী বিলকিস আক্তার (৩০), তাদের সন্তান শারমিন (৭) ও সাব্বির (৫)। অটোরিকশা চালকের নাম জানা যায়নি।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম বলেন, শনিবার রাত ১২টার দিকে টোল প্লাজার সামনে সিএনজিচালিত একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।