নিউজ ডেক্স : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কক্সবাজার সদরের খুরুশকুলের কুলিয়াপাড়ায় ভাতিজার ছুরিকাঘাতে মুজিবুর রহমান (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে জেলা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
খুরুশকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দীন জানান, দীর্ঘদিন ধরে চাচা মুজিবুরের সঙ্গে ভাতিজা মো. সেলিমের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে বিকেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাতিজা সেলিম চাচা মুজিবুরকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাংলানিউজ