ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | কক্সবাজারে ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন

কক্সবাজারে ছুরিকাঘাতে যুবলীগ নেতা খুন

churi_hotta

নিউজ ডেক্স : কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের দরগাহপাড়ায় প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ওয়ার্ড যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দরগাহ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম (৪২) ঝিলংজা ইউনিয়নের দরগাহপাড়া গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে ও ইউপির ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুর রহিমের সঙ্গে সওদাগরপাড়ার মৃত নুরুল হক মেম্বারের ছেলে জিসাতের জমি সংক্রান্ত টাকা নিয়ে তর্কাতর্কি হয়। জিসাত একপর্যায়ে রহিমের বুকে, ঘাড়ে, এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রহিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রহিমকে মৃত ঘোষণা করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ‘খবর পেয়ে (ওসি-তদন্ত) খাইরুজ্জমানসহ পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারকে মামলা দায়ের করতে থানায় আসতে বলা হয়েছে। ঘাতককে ধরতে কাজ করছে পুলিশ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!