নিউজ ডেক্স : ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাওসার ২৬ মার্চকে ঘোষণা করেছেন বাংলাদেশ দিবস হিসেবে। বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসকে সম্মান জানানোর জন্যই এ ধরনের ঘোষণা দেওয়া হয়েছে।
মেয়র মুরিয়েল বাওসারের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় এক প্রতিনিধি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।
দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইতোমধ্যেই বাংলাদেশকে গণতান্ত্রিক, সহনশীল, বহুত্ববাদী এবং মধ্যপন্থী জাতির দেশ হিসেবে বিশ্বের কাছে উদাহরণ হিসেবে উল্লেখ করেছে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর।
এছাড়া ২৬ মার্চকে বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেন মেয়র মুরিয়েল বাওসার।