নিউজ ডেক্স : রাজধানীর উত্তরা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। আজ রবিবার ভোরে উত্তরায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব সূত্র।
উত্তরা ৬ নং সেক্টরের আলাউল এভিনিউয়ের এসএ কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। অভিযানটি পরিচালিত হয় র্যাব-৩, সিপিসি ২-এর কম্পানি কমান্ডার মেজর মারুফের অধীনে।
ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব ৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান। এ বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব সূত্র।