এলনিউজ২৪ডটকম : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পিপি এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ১১টায় নগরীর এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা আখতারাবাদ হায়দার আলী সিকদার বাড়ির প্রয়াত মকবুল আহমদের পুত্র। ব্যক্তি জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা ব্যাংকার আরিফ মঈনউদ্দিন চৌধুরী। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার চাচা এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী হঠাৎ অসুস্থবোধ করেন। তাৎক্ষণিক তাকে নগরীর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।