Home | লোহাগাড়ার সংবাদ | একমাত্র জনসচেতনতাই করতে পারে মাদক নির্মূল : বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষগণ

একমাত্র জনসচেতনতাই করতে পারে মাদক নির্মূল : বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষগণ

15310497_1779681982296375_1069198524_n

এলনিউজ২৪ডটকম : আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নারীনেত্রী রিজিয়া রেজা চৌধুরীর নেতৃত্বে গঠিত “লোহাগাড়া উপজেলা সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরাম”, লোহাগাড়ার প্রথম অনলাইন পত্রিকা lohagaranews24.com, Lohagarabarta.com ও মাদক বিরোধী ফেসবুক গ্রুপ We love to see dreams (আমরা সপ্ন দেখতে ভালবাসি) এর উদ্যোগে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে ৪ ডিসেম্বর রবিবার সকালে আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসায় মাদক বিরোধী জনসচেতনমূলক যৌথ প্রচারণা পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার অত্র মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ফজলুল হক, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ হাফিজুল হক নেজামি, আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু মুসা মুহাম্মদ খালিদ জামিল, পদুয়া আইনুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসান আনচারী, পুটিবিলা হামিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ গিয়াস উদ্দিন, বড়হাতিয়া আয়েশা ছিদ্দিকা মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ জালাল উদ্দিন, সুখছড়ি রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ নাজির হোসেন, সুফি ফাতেহ আলী ওয়াইসি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ ও লোহাগাড়া উপজেলা সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরামের সাধারণ সম্পাদক এম সোলাইমান কাসেমী ও আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ এনামুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সামাজিক ব্যাধি প্রতিরোধ ফোরাম আমিরাবাদ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক এম মোরশেদ খান চৌধুরী, সংগঠক তারেক আজিজ চৌধুরীসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীগণ।

তাছাড়্ওা যৌথ প্রচারণায় উপস্থিত ছিলেন অনলাইন নিউজ পোর্টল ও ফেসবুক গ্রুপের প্রতিনিধিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!