- Lohagaranews24 - http://lohagaranews24.com -

উখিয়া সীমান্ত দিয়ে আরও ১৫শ’ রোহিঙ্গার অনুপ্রবেশ

K H Manik Pic Ukhiya 11-11-2017 (2)

কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজারে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আন্জুমান সীমান্ত দিয়ে আরও ১ হাজার ৫শ’ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রোহিঙ্গারা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আন্জুমানপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করে। এসময় সীমান্তে দায়িত্বরত বিজিবি’র সদস্যরা তাদের প্রাথমিক চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে। রাখাইনে আবারও তাণ্ডব শুরু হওয়ায় ওই দেশে অবস্থানকারী বাকি রহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করেছে। এর সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান। তিনি বলেন, আন্জুমানপাড়া সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। এসময় অসুস্থ্য রোহিঙ্গাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে। পরে তাদের তল্লাশি করে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে নতুন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। গত তিন দিনে টেকনাফ উপজেলার শাহ পরীরদ্বীপ জালিয়াপাড়া হয়ে ভেলায় ভেসে প্রায় ৭শ’ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা প্রত্যেকেই নিজ দেশে নির্যাতনের শিকার। রোহিঙ্গারা নৌকা সঙ্কটের কারণে কাঠ, বাঁশ ও দড়ি দিয়ে ৮০০ থেকে ১০০০ বর্গফুটের ভেলা তৈরি করে ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসছে। গত বুধবার একটি ভেলায় ৫২ জন এবং বৃহস্পতিবার পৃথক দুটি ভেলায় ১৩২ জন বাংলাদেশে এসেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের একাধিক সূত্র জানায়, গত এক সপ্তাহ ওই দেশের সেনাবাহিনী ও উগ্রপন্থী মগরা রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া বন্ধ রেখেছিল। কিন্তু,গত দুই দিন ধরে রাখাইনে ফের তাণ্ডব শুরু হয়েছে। এর ফলে রোহিঙ্গারা ফের অনুপ্রবেশ শুরু করেছে। অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বলছেন,‘রাখাইনে ফের তাণ্ডব শুরু হওয়ায় যে অল্প সংখ্যক রোহিঙ্গা ছিল এখন তারাও বাংলাদেশে চলে আসছে। এখনো রাখাইনে অবস্থানকারী হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছে।