কায়সার হামিদ মানিক, উখিয়া : “উৎপাদনমূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উখিয়া উপজেলা সমবায় অফিসের উদ্যোগে ৪৬তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। ৪ নভেম্বর (শনিবার) সকালে র্যালী সহকারে উখিয়া স্টেশন পদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছেনুয়ারা বেগম, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভুমি) একরামুল ছিদ্দিক, উপজেলা প্রজীপ কর্মকর্তা মো: মেহেদী হাসান। সভায় বক্তারা বলেন, উৎপাদন বৃদ্ধি সহ নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমবায় প্রতিষ্ঠান গুলো বিশেষ ভুমিকা পালন করে যাচ্ছে। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা কৃষিবিদ কবির আহমদ। সমবায়ীদের মধ্যে জাগরণ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এর সভাপতি মনোরঞ্জন বড়ুয়া, সহ-সভাপতি এড. অনিল কান্তি বড়ুয়া, হাজীরপাড়া আধুনিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আলম, উপজেলা টমটম মালিক ও শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সম্পাদক জাফর আলম, কোটবাজার হকার্স সমিতির সম্পাদক শাহ আলম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৬তম জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান হিসেবে জাগরণ মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: এবং শ্রেষ্ঠ সংগঠক হিসেবে উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সা: সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ছোটন চৌধুরীর সহযোগিতায় এসএম জসিম উদ্দিনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোকতার আহমদ।