কায়সার হামিদ মানিক, উখিয়া : কক্সবাজার র্যাব-৭এর সদস্যরা মঙ্গলবার ভোর সকালে উখিয়ার কুতুপালং ক্যাম্পের নির্জন এলাকায় সন্দেহজনক ঘুরাফেরা করার অপরাধে ৩জন রোহিঙ্গাকে আটক করে উখিয়া থানায় সোপর্দ করেছে। এরা হচ্ছে- কুতুপালং ক্যাম্পের নতুন রোহিঙ্গা মৌলভী ফজল আহমদের ছেলে মুহিবুল্লাহ (৪৩) রশিদ আহমদের ছেলে হালিম হোসেন (৩৫) ও মৃত কবির আহমদের ছেলে আব্দুল জব্বার (৬২)। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, যেহেতু এসব আসামীদের র্যাব সদস্যরা আটক করেছে তাদের উপর নির্ভর করছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া আর না নেওয়া।
