পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া- প্রতিবেশী, সুপ্রিয় সহকর্মী ও দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খীদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী বেলাল উদ্দিন চৌধুরী।
ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মুমিন মুসলমানরা মাসব্যাপী সিয়াম সাধনা করেন। এক মাস পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ঈদুল ফিতর সমাগত হয়। বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর।

ঈদুল ফিতরের উৎসব সমাজের সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায়। সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিক ভ্রাতৃত্ববোধ। ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায় ঈদ।