লোহাগাড়াবাসী ও দেশ-বিদেশের সকল শুভাকাঙ্খীদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ মোবারক ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য হোছাইন মুহাম্মদ শারফু।
তিনি বলেন, আল্লাহর পক্ষ থেকে অশেষ নেয়ামত স্বরূপ মুসলমানদের প্রতি বিশেষ দান মাহে রমজান। যেই মাসে আমরা সবাই সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি, খোদাভীতি অর্জনের জন্যে নিরলস ভাবে ব্যস্ত থাকি। আর এই মাসেই পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দবৃদ্ধির লক্ষ্যে ও মানবসেবায় একনিষ্ঠভাবে নিয়োজিত থাকি আমরা।

দীর্ঘ একমাস এই কঠোর পরিশ্রমের পর আমাদের জন্যে ইসলামের এক বিশেষ পুরস্কার ঈদুল ফিতর। ঈদ হচ্ছে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার প্রতীক।