এলনিউজ২৪ডটকম : মরক্কো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় পরিচালক লোহাগাড়ার কৃতিসন্তান মাওলানা মহিউদ্দিন মাহী বলেন, ইসলামের বিধান সত্যের মাপকাঠীতে সবার জন্য সমান। অন্যান্য জাতি ধর্ম বর্ণের মতো ব্যক্তি বিশেষ আলাদা আলাদা কোনো বিধান রচনা করার মতো পক্ষপাতিত্বের স্থান ইসলামে নেই।
গত ৩০ নভেম্বর শুক্রবার ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (সাঃ) মাহফিলে বাদ মাগরিবের অধিবেশনে আলোচক ছিলেন। তাঁর আলোচ্য বিষয় ছিল “খোলাফায়ে রাশেদীনের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, শাসন কার্যে তাঁদের অনুসৃত নীতিমালা প্রত্যেক যুগেই শান্তি প্রদান করতে ক্ষমত”। এ বিষয়টি তিনি গবেষণাধর্মী বিষদ আলোচনা করেন।
চুনতি সীরত ময়দানে আয়োজিত ওই অধিবেশনে সভাপতিত্ব করেন চট্টগ্রামের মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গণি। মাহফিল অনেক মুসলিম জনতা তাঁর গবেষণাধর্মী আলোচনা শ্রবণ করেন।