এলনিউজ২৪ডটকম : বায়তুশ শরফের পীর ও ইসলামী ব্যাংক এর শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান বাহরুল উলুম শাহ মাওলানা কুতুব উদ্দীন বলেছেন, মানব রচিত কোনো মতবাদ পৃথিবীতে শান্তি আনতে পারেনা। তা আজ প্রমাণিত সত্য। এ জন্য মানবজাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য ইসলামের অনুসরণের কোনো বিকল্প নেই। তিনি গত শনিবার চুনতীতে আল্লামা শাহ শরীফ ও আল্লামা আবু শরীফ প্রকাশ বড় মিয়াজী ও ছোট মিয়াজী (রহ.) এর বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
অধিবেশানুসারে আলহাজ্ব মাওলানা সাইয়্যেদ নূর ও আলহাজ্ব মাওলানা আব্দুল হক হক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খান।

বিশেষ ওয়ায়েজ ছিলেন চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার গভনিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা কাজী নাছির উদ্দিন, অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদির নিজামী ও মাওলানা নুরুজ্জামান আনসারী প্রমুখ।