এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ এলাকায় প্রতিষ্ঠিত আইয়ুব ফাউন্ডেশন টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ আইয়ুব ও চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী হাজী আবু তাহেরের পিতা নজির আহমদ ২৪ জানুয়ারী বিকেল ৪টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে বার্ধক্যজনিত রোগে ইন্তেকালে করেছেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
২৫ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় পশ্চিম আমিরাবাদ কৈয়রকুল এলাকার মসজিদে আকবর মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক সভাপতি মামুনুর রশিদ চৌধুরী ও চট্টগ্রাম হক হজ্ব কাফেলার চেয়ারম্যান সমাজসেবক দানবীর আলহাজ্ব মাহমুদুল হক পিয়ারু। এছাড়াও লোহাগাড়ানিউজ২৪ডটকম পরিবারে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।