ইংরেজী নববর্ষ উপলক্ষে লোহাগাড়াবাসী ও প্রবাসী লোহাগাড়ার সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক সভাপতি ও লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী।
তিনি জানান, আমাদের দ্বারপ্রান্তে, নতুন বছর ২০১৮। যদিও ঘটা করে আমরা পহেলা বৈশাখ পালন করি কিন্তু আমাদের জীবনের সব কাজ চলে ইংরেজী তারিখ দিয়ে, তাই ইংরেজী নতুন বর্ষ আমাদের জীবনে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ন ।
তিনি আরো জানান, লোহাগাড়ার সকল মানুষের সকল দুঃখ, ক্ষোভ, পাপ, তাপ, গ্লানী মুছে নতুন বছর-২০১৮ সকলের জীবনে বয়ে আনুক এক অনাবিল আনন্দের ঝর্নাধারা। নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনা করছি।