
নিউজ ডেক্স : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ভীত হবেন না, আশ্বস্ত করছি ৮ ফেব্রুয়ারি কিছু হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
আজ বুধবার বিকেল পৌনে ৫টায় পুলিশ সদর দফতরের পাবলিক অ্যান্ড মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

রায় ঘিরে বিএনপি ও সরকারি দল মাঠে নামায় কোনো নাশকতার সম্ভাবনা আছে কিনা, এমন প্রশ্নে আইজিপি বলেন, কোনো ধরনের নাশকতার আশঙ্কা করছি না। তবে কেউ নাশকতার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব।
রায় ঘিরে নাশকতার কোনো গোয়েন্দা তথ্য আছে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো তথ্য নেই। তবে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner