
এলনিউজ২৪ডটকম : চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা ও চট্টগ্রাম বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিছ আল্লামা ফৌজুল কবির (রাহ.) এর নামে প্রতিষ্ঠিত আল্লামা ফৌজুল কবির ট্রাস্টের এক সভা গত ২৯ এপ্রিল ২০১৭ইং শনিবার সন্ধ্যা ৭টায় চান্দগাঁও রূপালী আবাসিক এলাকাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সভাপতি অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী সাবের আহমদ, এবিএম মেজবাহ উদ্দিন আরিফ, মাওলানা কুতুব উদ্দিন, মুহাম্মদ ইব্রাহিম কবির, মুছা, কলিমুল্লাহ প্রমুখ।
সভায় প্রতিথযশা শিক্ষাবিদ আল্লামা ফৌজুল কবিরের নাগরিক শোক সভা উপলক্ষে কর্মময় জীবনের উপর স্মারক গ্রন্থ প্রকাশ, ট্রাস্টি হিসাবে অধ্যাপক শাব্বির আহমদ, ঈসা রুহুল্লাহ ও রহীমা খাতুনকে অন্তর্ভূক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মরহুম আল্লামা ফৌজুল কবির (রাহ.) নির্মিত আল্লামা ফজলুল্লাহ আদর্শ মাদ্রাসার পাঠদানের স্বীকৃতি ও মঞ্জুরী প্রচেষ্টার সিদ্ধান্ত নওয়া হয়।

চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর প্রেস সচিব অধ্যাপক শাব্বির আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানা যায়।
Lohagaranews24 Your Trusted News Partner