এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও লোহাগাড়ানিউজ২৪ডটকম’র উপদেষ্টা মোহাম্মদ আরমান বাবু রোমেল সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পুনরায় সদস্য মনোনীত হয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে সম্প্রতি এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশিত হয়েছে। এর আগে সরকার দেশের বিশিষ্ট সাত সমাজকর্মীকে এই পদে মনোনীত করে। মোহাম্মদ আরমান বাবু রোমেলকে একই পদে কো-অপ্ট করা হলে বর্তমানে পরিষদের সদস্যের সংখ্যা দাঁড়িয়েছে ৮।

উল্লেখ্য, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করা মোহাম্মদ আরমান বাবু রোমেল বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের তিনবার সদস্য মনোনীত হন। বর্তমানে তিনি পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) লোহাগাড়ার নির্বাচিত চেয়ারম্যান।
লোহাগাড়ার কৃতিসন্তান আরমান বাবু রোমেল পুণরায় বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য মনোনীত হওয়ায় লোহাগাড়ানিউজ২৪ডটকম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে তাঁর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।