এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিলেন ২নং প্যানেল চেয়ারম্যান এস এম ইউনুচ। আজ ৬ মে রবিবার লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।
সূত্রে প্রকাশ, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী যোগদান না করা পর্যন্ত উক্ত ইউনিয়নের সদস্য ও ২নং প্যানেল চেয়ারম্যান এস এম ইউনুচ ২০১০ সালের ৬০নং আইনের ৩৩(২) ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
জানা যায়, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী শারিরীক অনুস্থতার কারণে দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করায় ২নং প্যানেল চেয়ারম্যান এস এম ইউনুচকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের ভাংচুর ও নাশকতা মামলায় (মামলা নং- ৩/২/১৮ ইং) কাজী নুরুল আলম চৌধুরীকে ১২ এপ্রিল গ্রেফতার করে পুুলিশ।