এলনিউজ২৪ডটকম: লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহাব উদ্দিনের ফাঁকা বসতঘরে তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণাংকার চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ আগস্ট) ভোররাতে ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের মীর পাড়ায় এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত শাহাব উদ্দিন ওই এলাকার মৃত আবদুল হাকিমের পুত্র।
ক্ষতিগ্রস্ত শাহাব উদ্দিন জানান, গত বৃহস্পতিবার বসতঘর তালাবদ্ধ করে তিনি ও তার স্ত্রী-সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে যান। ঘটনারদিন বসতঘরে কেউ না থাকার সুযোগে চোরেরা দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এই সময় চোরেরা বসতঘরের আলমিরায় থাকা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ২ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া তছনছ করে ফেলে বসতঘরে থাকা সব মালামাল। সকালে প্রতিবেশীরা বসতঘরের দরজার তালা ভাঙ্গা দেখে চুরির বিষয়টি তাদেরকে অবগত করেন।
তিনি আরো জানান, চোরেরা বসতঘরে প্রবেশের সময় বিদ্যুৎ ছিল না। তাই বসতঘরের দরজার দিকে থাকা সিসিটিভি ক্যামেরায় দৃশ্যটি ধারণ করা হয়নি। পরে বিদ্যুৎ আসায় চোর চলে যাবার দৃশ্যটি ধারণ হয়েছে। তবে চোরের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। তাই চোরকে সনাক্ত করা সম্ভব হয়নি। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্ত শাহাব উদ্দিন।